ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পেগাসাসের ফাঁস হওয়া তালিকায় দুবাই রাজকন্যারা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৫, ২২ জুলাই ২০২১   আপডেট: ০৭:৪৬, ২২ জুলাই ২০২১
পেগাসাসের ফাঁস হওয়া তালিকায় দুবাই রাজকন্যারা

এবার ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটওয়্যার পেগাসারের তালিকায় দুবাইয়ের দুই রাজকন্যার তথ্য পাওয়া গেছে। তারা দুজন যে মোবাইল নম্বর ব্যবহার করতেন সেটা রয়েছে পেগাসাসেস তালিকায়। বুধবার (২১ জুলাই) এমনই খবর প্রকাশ করেছে বিবিসি।

জানা যায় দুবাই এর শাসকের কন্যা প্রিন্সেস লতিফা ও আরেক কন্যা হায়া বিনতে আল হোসাইনের ব্যবহৃত ফোন নম্বরও রয়েছে পেগাসাসের তালিকায়। তবে তারা কি সরকারি কোনো সংস্থার টার্গেটে ছিলেন কিনা সেটা অবশ্য জানা যায়নি।

শুধু তারা দুজন নন, বিশ্বের ৪৫টি দেশের নানা প্রভাবশালীদের নম্বরও রয়েছে পেগাসাসের তালিকায়। এবং সেই নম্বরের সংখ্যা ৫০ হাজারের অধিক। বিষয়টি নিয়ে সম্প্রতি চাপের মুখে পড়েছে ইসরায়েল। অবশ্য ইসরায়েলের এনএসও গ্রুপ (পেগাসারের মালিক) এসকল নম্বর নিয়ে কোনো অন্যায় কিংবা অপতৎপরতা চালায়নি বলে দাবি করেছে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইতোমধ্যে ইসরায়েলের এনএসও গ্রুপের  বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। সংস্থাটির মতে পেগাসাস মানবাধিকার লঙ্ঘন করেছে। এসকল কর্মকাণ্ডের নাগাল টেনে ধরার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

ফাঁস হওয়া পেগাসাসের তালিকায় রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ বিভিন্ন দেশের ১৩ সরকার প্রধান। এ ছাড়া ৩৪টি দেশের কূটনীতিক, সামরিকপ্রধান ও জ্যেষ্ঠ রাজনীতিবিদেরাও রয়েছেন এ তালিকায়। রয়েছেন বাংলাদেশেরও রাজনীতিবিদরা।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়