ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এক বছর পর হটলাইন চালু করলো উত্তর ও দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৭ জুলাই ২০২১  
এক বছর পর হটলাইন চালু করলো উত্তর ও দক্ষিণ কোরিয়া

প্রায় এক বছর পর নিজেদের মধ্যে হটলাইন চালু করলো উত্তর ও দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, উভয় দেশ আস্থা পুনর্নির্মাণ ও সম্পর্কের উন্নয়নে সম্মত হয়েছে। গত এপ্রিল থেকেই দুই দেশের প্রেসিডেন্ট ব্যক্তিগত চিঠি আদান-প্রদান করেছেন।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, ‘শীর্ষ নেতাদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, উত্তর ও দক্ষিণ কোরিয়া তাদের সব আন্তঃ কোরীয় যোগাযোগ লিঁয়াজো লাইন ২৭ জুলাই সকাল ১০টা থেকে পুনরায় চালুর পদক্ষেপ নিয়েছে। শীর্ষ নেতারা পারস্পরিক আস্থা পুনরুদ্ধার এবং পুনর্মিলনকে উৎসাহিত করতে বড় পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন।’

দক্ষিণ কোরিয়ার পুনর্মিলন বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষের প্রতিনিধিরা টেলিফোনে তিন মিনিট কথা বলেছেন। এরপর থেকে উভয় পক্ষে নিয়মিত টেলিফোন যোগাযোগ হবে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়