ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনার মধ্যেই বন্যা, নাজুক পরিস্থিতিতে মিয়ানমারের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ২৭ জুলাই ২০২১  
করোনার মধ্যেই বন্যা, নাজুক পরিস্থিতিতে মিয়ানমারের বাসিন্দারা

করোনার প্রকোপের মধ্যে মিয়ানমারে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যার কারণে দেশটির হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটি একের পর এক জটিল ও অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। 

মঙ্গলবার (২৬জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার থেকে মিয়ানমারে ভারী বর্ষণের কারণে মিয়ানমারের বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। করোনা আক্রান্তদের সেবা দিতে স্বাস্থ্যকর্মীরা শুকনো ও উচু জায়গার সন্ধান করছেন। 

কাইন রাজ্যের হ্লাইংবুয়ের সমাজকর্মী পাইয়ে সোন টেলিফোনে রয়টার্সকে বলেছেন, ‘শত শত বাড়ি পানিতে তলিয়ে গেছে, এখন শুধু বাড়ির ছাদগুলোই দেখা যাচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘এই শহরে করোনা পুরোপুরিভাবে ছড়িয়ে পড়েছে। অনেকে গুরুতর অসুস্থ এবং তারা স্বাদ ও গন্ধ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এটা করোনার সংক্রমণ নাকি মৌসুমি ফ্লু তা স্পষ্ট নয়।’

কারেন ইনফরমেশন সেন্টার নামে একটি মিডিয়া গ্রুপের ফেসবুক পেজে পোষ্ট করা ছবিতে দেখা গেছে, মায়াবতির কায়িন শহরের স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্যকর্মীরা অক্সিজেন ট্যাংক সঙ্গে নিয়ে রোগীদের বিছানা বন্যার পানির মধ্যে সরিয়ে নিয়ে যাচ্ছেন। থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি অন্তত ৫০০ আবাসিক এলাকা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটির মিয়ানমার শাখার প্রধান জয় সিংহাল বলেছেন, ‘বন্যার পানি ক্রমেই মিয়ানমারের পূর্বাঞ্চলের দিকে যাচ্ছে। ওই অঞ্চলের পরিস্থিতি অনেক বছর ধরে এমনিতেই নাজুক, এরসঙ্গে যুক্ত হয়েছে করোনা পরিস্থিতি। এতে বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়েছে।’

 

ঢাকা/সাব্বির

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়