ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আগামী ২ সপ্তাহে মিয়ানমারের অর্ধেক মানুষের করোনায় আক্রান্তের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ৩০ জুলাই ২০২১   আপডেট: ১৭:০৭, ৩০ জুলাই ২০২১
আগামী ২ সপ্তাহে মিয়ানমারের অর্ধেক মানুষের করোনায় আক্রান্তের আশঙ্কা

আগামী দুই সপ্তাহের মধ্যে মিয়ানামারের পাঁচ কোটি ৪০ লাখ বাসিন্দার অর্ধেকই করোনায় আক্রান্ত হতে পারে। জাতিসংঘে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত এই সতর্কবার্তা দিয়েছেন।

নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক আলোচনায় রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেছেন, ‘সামরিক অভ্যুত্থান স্বাস্থ্যব্যবস্থা প্রায় পুরোপুরি ধসের মুখে এবং স্বাস্থ্যসেবাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে ও গ্রেপ্তার করা হচ্ছে।’

তিনি বলেছেন, ‘স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ভাইরাস ছড়াচ্ছে, অতিদ্রুত গতিতে। কিছু হিসেব অনুযায়ী, আগামী দুই সপ্তাহে মিয়ানমারের অর্ধেক মানুষ কোভিডে আক্রান্ত হতে পারে।’

গত মাসের শেষ দিক থেকে মিয়ানমারে করোনার তৃতীয় দফা ঢেউ শুরু হয়েছে। জুলাই মাসে দেশটিতে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। এই সময়ে করোনায় মারা গেছে পাঁচ হাজার ৩৬২ জন। দৈনিক মৃত্যুর সংখ্যা চলতি সপ্তাহে ৩০০ এর নিচে নামেনি। অবশ্য বাস্তব সংখ্যা এরচেয়ে অনেক বেশি হতে পারে। কারণ অক্সিজেন সংকট ও হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ায় অনেকে বাড়িতে মারা যাচ্ছে।

সামরিক সরকারের বিপরীতে গঠিত বেসামরিক জাতীয় ঐক্যের সরকারের মুখপাত্র সুসানা হ্লা হ্লা সোয়ে বলেছেন, ‘কোভিড-১৯ এর নতুন ঢেউ দাবানলের মতো দেশজুড়ে ছড়িয়ে পড়ছে। এটা দুর্ভাগ্যজনক যে, সেনাবাহিনী কোভিড-১৯কে মানুষের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং এ কারণে আরও মানুষের মৃত্যু হবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়