ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

তালেবানকে সহযোগিতার অভিযোগ অস্বীকার ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৩০ জুলাই ২০২১  
তালেবানকে সহযোগিতার অভিযোগ অস্বীকার ইমরান খানের

সীমান্ত পেরিয়ে পাকিস্তানের যোদ্ধারা আফগানিস্তানে তালেবানকে সহযোগিতার অভিযোগ অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজ আওয়ারের জুডি উর্ডাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অভিযোগকে ‘বাজে’ বলে মন্তব্য করেছেন।

ইমরান খান বলেছেন, ‘এটা একেবারেই বাজে কথা।’

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের দীর্ঘমেয়াদী যুদ্ধে পাকিস্তানকে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে। আফগানিস্তানে গোয়েন্দা কর্মকাণ্ড ও পাল্টা হামলা চালাতে তার সরকার পাকিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রকে কোনো ঘাঁটি নির্মাণ করতে দেবে না।

ইমরান খান বলেছেন, ‘আমাদের সীমান্তে আর লড়াই চালানো ও দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা আর নেই। আমরা যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছিলাম তখন দেশজুড়ে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছিল, পর্যটনে ধস নেমেছিল। তাই আমরা আর কোনো সংঘাতের অংশ হতে চাই  না।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়