ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কেয়ারটেকার সরকার প্রধান হলেন মিয়ানমারের সামরিক জান্তা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ১ আগস্ট ২০২১   আপডেট: ২০:৫৮, ১ আগস্ট ২০২১
কেয়ারটেকার সরকার প্রধান হলেন মিয়ানমারের সামরিক জান্তা

মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং নবগঠিত কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেছেন। রোববার দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের ছয় মাস পর রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের প্রতিশ্রুতি দেন জান্তা প্রধান। ২০২৩ সালে এই নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি।

অভ্যুত্থানের পর স্টেট অ্যাডমিনেস্ট্রেশন কাউন্সিল গঠন করা হয়। মিন অংকে এর প্রধান করা হয়। নবগঠিত কেয়ারটেকার সরকার এখন স্টেট অ্যাডমিনেস্ট্রেশন কাউন্সিরে স্থলাভিষিক্ত হবে।

সরকারি টেলিভিশন চ্যানেল মায়াবতিতে প্রচারিত সংবাদে বলা হয়েছে, ‘দেশের দায়িত্ব দ্রুত, সহজে ও কার্যকরভাবে পালনের জন্য স্টেট অ্যাডমিনেস্ট্রেশন কাউন্সিল কেয়ারটেকার সরকার হিসেবে পুনর্গঠিত হয়েছে।’ 

মিন অং তার ভাষণে বলেছেন, ‘আমরা ২০২৩ সালে জরুরি অবস্থার বিধান শেষ করব। আমি গণতন্ত্র ও কেন্দ্রীয় সরকার ব্যবস্থার ওপর ভিত্তি করে একটি সম্মিলিত দেশ গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়