ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

প্রেসিডেন্টের সমালোচনা করলেই গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১ আগস্ট ২০২১  
প্রেসিডেন্টের সমালোচনা করলেই গ্রেপ্তার

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের সমালোচনা করলেই গ্রেপ্তারের শিকার হচ্ছেন এমপিরা। রোববারও দেশটির একটি ইসলামি দলের দুই এমপিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

দলের প্রধান সেইফিদ্দিন মাখলুফ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, মাহের জাইদ ও মোহাম্মদ আফেস নামের দুই এমপি প্রেসিডেন্ট সাইদের ক্ষমতা কুক্ষিগত করার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। তাদেরকে আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সেনাবাহিনী তদন্ত করবে বলে জানানো হয়েছে।

এর আগে শনিবার ইয়াসি আয়ারি নামে এক নির্দলীয় এমপিকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্টের পার্লামেন্ট স্থগিত এবং প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের বরখাস্ত করাকে ‘সামরিক অভ্যুত্থান’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

অর্থনৈতিক মন্দা ও করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার কারণ দেখিয়ে গত সপ্তাহে প্রধানমন্ত্রী হিচিম মিচিচিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট সাইদ। পরে বিচার ও প্রতিরক্ষামন্ত্রীকেও বরখাস্ত করা হয়। প্রেসিডেন্টের এই পদক্ষেপকে অভ্যুত্থান বলে বিরোধী দলগুলো নিন্দা জানিয়েছিল। তবে সাইদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়