ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিচে তালেবানের গুলি, ওপর থেকে সরকারি বাহিনীর বোমা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ৩ আগস্ট ২০২১   আপডেট: ২১:৫৯, ৩ আগস্ট ২০২১
নিচে তালেবানের গুলি, ওপর থেকে সরকারি বাহিনীর বোমা

‘আমাদের প্রতি তালেবান কোনো দয়া করবে না, আর সরকারি বাহিনীও বোমা ফেলা বন্ধ করবে না।’

আফগানিস্তানের দক্ষিণের অঞ্চল লস্কর গাহের এক বাসিন্দার আতঙ্কিত মন্তব্য এটি। এখানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যকার লড়াইয়ের মাঝে আটকা পড়ে আছে হাজার হাজার বাসিন্দা। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা বলেন, ‘রাস্তায় লাশ পড়ে আছে। আমরা জানি না, এগুলো তালেবানের নাকি বেসামরিক নাগরিকদের। অর্ধশত পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে পাশের হেলমন্দ নদী তীরবর্তী এলাকায় চলে গেছে।’

হেলমন্দ প্রদেশের রাজধানী দখল করলে সেটি হবে তালেবানের জন্য অনেক বড় অর্জন। কারণ এই প্রদেশটি ছিল মার্কিন বাহিনী ও ব্রিটিশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ঘাঁটি। এছাড়া হেলমন্দ দখল করতে পারলে আশেপাশের কয়েকটি প্রদেশের দখলও অনায়সে তালেবানের হাতে চলে যাবে।

জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, গত কয়েক দিন ধরে আফগানিস্তানের মানবিক পরিস্থিতির অবনতি ঘটছে। লস্কর গাহে অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

গত কয়েক দিন ধরেই লস্কর গাহ দখলে লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। গোষ্ঠীটি ইতোমধ্যে অনেকগুলো জেলা দখল করেছে। 

নগরীর এক শিক্ষার্থী বিবিসিকে বলেছেন, ‘আমরা অনেক কঠিন সময় পার করছি। ভূমিতে গুলি ছুঁড়ছে তালেবান আর আকাশ থেকে বিমান হামলা চালাচ্ছে সরকারি বাহিনী।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়