ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অতিরিক্ত দামে বুস্টার ডোজ কিনে দরিদ্র দেশগুলোকে পেছনে ঠেলছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১১ আগস্ট ২০২১   আপডেট: ২২:৫২, ১১ আগস্ট ২০২১
অতিরিক্ত দামে বুস্টার ডোজ কিনে দরিদ্র দেশগুলোকে পেছনে ঠেলছে যুক্তরাজ্য

অতিরিক্ত দাম দিয়ে করোনার টিকার কয়েক কোটি বুস্টার ডোজ কিনছে যুক্তরাজ্য। এর মাধ্যমে টিকা পাওয়ার জন্য কঠোর চেষ্টায় থাকায় দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোকে পেছনে ঠেলে দিচ্ছে ব্রিটেন। টিকার সমবন্টন নিয়ে প্রচারকারী সংস্থা গ্লোবাল জাস্টিস নাউ এই অভিযোগ করেছে।

সংস্থাটি জানিয়েছে, মহামারির মধ্যে টিকার দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। ফাইজারের মতো প্রতিষ্ঠান ১৮ পাউন্ড মূল্যের টিকা ২২ পাউন্ডে বিক্রির ঘোষণা দিয়েছে। এরপরও যুক্তরাজ্য আগামী বছর বুস্টার ডোজ হিসেবে ফাইজারের কাছ থেকে তিন কোটি ৫০ লাখ ডোজ টিকা কিনছে ১০০ কোটি পাউন্ডের বিনিময়ে।

গ্লোবাল জাস্টিস নাউয়ের পরিচালক নিক ডিয়ারডেন বলেছেন,  ‘চলতি বছর তারা টিকা থেকে এক হাজার কোটি পাউন্ড লাভ করে সন্তুষ্ট নয়, এটা লজ্জাজনকভাবে অবাক হওয়ার মতো নয় যে, ফাইজার মহামারির মাঝামাঝি সময়ে এনএইচএস -এর জন্য দাম বাড়িয়ে দিচ্ছে। কিন্তু কোটি কোটি মানুষ দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলোতে টিকা ছাড়াই থেকে যাচ্ছে, যাদের ওপর এই অতিরিক্ত মুনাফার প্রভাব পড়ছে। আবার, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে সারির পেছনে পাঠানো হবে যখন যুক্তরাজ্য অতিরিক্ত মূল্যের বুস্টার ডোজ দেওয়া শুরু করবে।’

অক্সফোর্ড ভ্যাক্সিন গ্রুপের প্রধান স্যার অ্যান্ড্রিউ পোলার্ড বলেছেন, ‘বিশ্বের অনেক দেশ যেখানে এক ডোজ টিকাও পায়নি, সেখানে যুক্তরাজ্য তিন ডোজ করে পেতে যাচ্ছে। এটা নৈতিক ব্যর্থতাকেই সামনে তুলে ধরছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়