ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘যুদ্ধ পরিস্থিতিতে’ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ১৪ আগস্ট ২০২১  
‘যুদ্ধ পরিস্থিতিতে’ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস

অস্ট্রেলিয়ার জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে করোনার সংক্রমণ বাড়ায় শনিবার থেকে লকডাউন শুরু হয়েছে। একইসঙ্গে লকডাউন ভাঙলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। রাজ্যের প্রিমিয়ার গ্লাডিস বিরিজিকিলিয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, পরিস্থিতি এখন ‘যুদ্ধের পর্যায়ে।’

গত ২৪ ঘণ্টায় এই রাজ্যটিতে ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ৩৯০। শনিবার চার জন মারা যাওয়ায় রাজ্যটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ৪২ এ পৌঁছেছে।

উপপ্রধানমন্ত্রী জন বারিলারো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘সিডনিতে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে চলাচল কমিয়ে আনা এবং আমাদের মানুষদের রক্ষার জন্য, আজ বিকেল ৫টা থেকে নিউ সাউথ ওয়েলসের সব অঞ্চলে বাড়িতে থাকার নির্দেশ কার্যকর হবে।’

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, নিউ সাউথ ওয়েলসে অন্তত আগামী সাত দিন লকডাউন কার্যকর থাকবে।

রাজ্যের প্রিমিয়ার গ্লাডিস বিরিজিকিলিয়ান জানিয়েছেন, কেউ লকডাউন ভাঙলেই ঘটনাস্থলেই তিন হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানা করা হবে। 

তিনি বলেছেন, ‘আমাদের মানতে হবে যে, প্রথম দিন থেকেই নিউ সাউথ ওয়েলসে সবচেয়ে বাজে পরিস্থিতি চলছে। এবং দুঃখজনকভাবে এর জন্য অস্ট্রেলিয়া সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে।’ 

বিরিজিকিলিয়ান বলেন, ‘আক্ষরিক অর্থে এটি একটি যুদ্ধ এবং আমরা জানি যে, আমরা কিছু সময়ের জন্য একটি যুদ্ধে আছি, কিন্তু এই মাত্রায় কখনও ছিলাম না।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়