Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪৩

আফগানদের দূরে রাখতে ইরান সীমান্তে দেয়াল তুলছে তুরস্ক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১৭ আগস্ট ২০২১   আপডেট: ১২:৩৩, ১৭ আগস্ট ২০২১
আফগানদের দূরে রাখতে ইরান সীমান্তে দেয়াল তুলছে তুরস্ক

আফগানিস্তান থেকে শরণার্থী স্রোত ঠেকাতে ইরানের সঙ্গে সীমান্ত দেয়াল তুলতে শুরু করেছে তুরস্ক।

মঙ্গলবার (১৭ আগস্ট) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, পাঁচ কিলোমিটার লম্বা একটি দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে ইরান সীমান্তজুড়ে ২৯৫ কিলোমিটার দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে তুরস্কের।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরাস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন আফগান জনগণকে পরিত্যাগ না করে।

এক টুইট বার্তায় তিনি আহ্বান জানান, দেশগুলো যেন আফগান শরণার্থী গ্রহণে ইচ্ছুক থাকে এবং কোনো আফগানকে ফেরত পাঠানো থেকে বিরত থাকে।

ঢাকা/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়