ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আফগানিস্তানের টেলিভিশনে আবারও নারী উপস্থাপক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১৭ আগস্ট ২০২১   আপডেট: ১৮:৩৪, ১৭ আগস্ট ২০২১
আফগানিস্তানের টেলিভিশনে আবারও নারী উপস্থাপক

আফগানিস্তানের প্রধান সংবাদ মাধ্যমে আবারও ফিরেছেন নারী উপস্থাপক। দেশটির অন্যতম প্রধান সংবাদ মাধ্যম টোলো নিউজের খবরে আবার নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে।

আরও পড়ুন: তালেবান বিষয়ক তথ্য নিষিদ্ধ করলো ফেসবুক

মঙ্গলবার (১৭ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, টোলো নিউজের সংবাদ বিভাগের প্রধান মিরাক পোপাল একটি টুইট করেছেন। যেখানে দেখা যাচ্ছে যে, একজন নারী উপস্থাপক তালেবান মিডিয়া টিমের একজন সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন।

তিনি আরেকটি পোস্ট শেয়ার করেছেন।  যেখানে দেখা যাচ্ছে হিজাব পরে একজন নারীকর্মী সংবাদকক্ষের সকালের মিটিংয়ে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবনা। রোববার (১৫ আগস্ট) তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই আফগানিস্তানের কোনো চ্যানেলে আর নারী উপস্থাপকদের দেখা যায়নি। 

এদিকে, তালেবানরা জানিয়েছে, তারা চায় তাদের সরকারে নারীরাও অংশগ্রহণ করুন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগানি বলেন, তালেবান সরকারে অংশগ্রহণের জন্য তারা নারীদের আহ্বান জানাচ্ছেন। তালেবানের শীর্ষ কোনো নেতার পক্ষ থেকে সরকার গঠনের ইঙ্গিত দিয়ে প্রথমবারের মতো এমন মন্তব্য করা হলো, যেখানে নারীদের অংশগ্রহণের কথাও বলা হয়েছে।

সূত্র: বিবিসি,আল-জাজিরা

ঢাকা/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়