ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোগীর চাপ সামলাতে অস্ট্রেলিয়ার ২ হাসপাতালে তাবু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৬ আগস্ট ২০২১   আপডেট: ১৬:৪৯, ২৬ আগস্ট ২০২১
রোগীর চাপ সামলাতে অস্ট্রেলিয়ার ২ হাসপাতালে তাবু

অস্ট্রেলিয়ায় করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বিশ্বে করোনা মহামারি শুরুর পর এই প্রথম দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। রোগীর চাপ সামাল দিতে সিডনির দুটি হাসপাতালের জরুরি ভিত্তিতে বর্হিবিভাগে তাবু বানানো হয়েছে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মহামারির চলতি দফা প্রাদুর্ভাবের কেন্দ্র এখন সিডনি। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এই শহরটিতে দুই মাসের লকডাউনের পরও করোনা রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।

বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসে এক হাজার ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিন আগে এখানে ৯১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। বৃহস্পতিবার রাজ্যে শনাক্ত হওয়াদের মধ্যে ৯৬৯ জনই সিডনির বাসিন্দা। নগরীর ওয়েস্টমিড ও ব্ল্যাকটাউন হাসপাতালের বর্হিবিভাগে তাবু বসানো হয়েছে।

রাজ্যের প্রিমিয়ার গ্লাডিস বিরিজিকলিয়ান জানিয়েছেন, গত বছর রাজ্যের হাসপাতালগুলোতে ভেন্টিলেটরের সংখ্যা চার গুণ বাড়িয়ে দুই হাজার করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে পুরো ব্যবস্থাই চাপের মুখে রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়