ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আফগান মন্ত্রী এখন জার্মানিতে ডেলিভারি ম্যান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২৭ আগস্ট ২০২১  
আফগান মন্ত্রী এখন জার্মানিতে ডেলিভারি ম্যান

২০১৮ সালে আফগানিস্তানের তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ছিলেন সৈয়দ সাদাত। উন্নত জীবনের আশায় গত বছরের সেপ্টেম্বরে জার্মানিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেই মন্ত্রী এখন জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লিপজিগে ডেলিভারি ম্যানের চাকরি করছেন। 

সাদাতের অবশ্য এ নিয়ে আফসোস নেই। তার ভাষ্য, এই চাকরি নিয়ে বাড়ির অনেকে তার সমালোচনা করেছে। তবে চাকরি তো চাকরিই।

৪৯ বছরের সাদাত বলেন, ‘এ নিয়ে আমার মধ্যে কোনো অপরাধবোধ নেই। আমি আশা করছি, অন্যান্য রাজনীতিবিদরা আমার মতো একই পথ অবলম্বন করবেন-লুকানোর পরিবর্তে সাধারণ মানুষের সঙ্গে কাজ করা।’

সম্প্রতি তালেবান কাবুল দখলের পর সাদাতের ঘটনাটি সামনে চলে এসেছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পরপর জার্মানিতে অভিবাসনপ্রত্যাশী আফগানদের সংখ্যা বহুগুণে বেড়েছে।

তথ্যপ্রযুক্তি ও টেলিকমে ডিগ্রি থাকার পরও শুধুমাত্র ভাষাগত কারণে ভালো চাকরি পাচ্ছেন না সাদাত। তাই নিয়মিত জার্মান ভাষা শিক্ষার ক্লাস করছেন তিনি।

সাদাত বলেন, ‘ভাষা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ।’ বিকেলে ছয় ঘণ্টা ডেলিভারি ম্যানের কাজ শুরুর আগে তিনি চার ঘণ্টা জার্মান ভাষা শিক্ষার ক্লাস করছেন বলে জানান সাবেক এই আফগান মন্ত্রী।

নিজের চাকরি সম্পর্কে সাদাত বলেন, ‘প্রথম কয়েক দিন ছিল উত্তেজনার ও কঠিন। শহরের ব্যস্ত সড়কে সাইকেল চালানো শিখতে হয়েছে।’

তিনি বলেন, ‘আপনি যতো বেশি বাইরে যাবেন ততো বেশি মানুষের দেখা পাবেন এবং ততো বেশি শিখতে পারবেন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়