ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাকিস্তানে ভবনে অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ২৭ আগস্ট ২০২১  
পাকিস্তানে ভবনে অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিকের মৃত্যু

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, করাচির আবাসিক এলাকায় অবস্থিত ছোট ওই কারখানাটিতে ২৫ জনেরও বেশি শ্রমিক কাজ করতো। 

পুলিশের কর্মকর্তা শাহজেহান খান বলেছেন, ‘আমরা এ পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করেছি। আমরা আটকে পড়া আরও মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু আশঙ্কা করছি তাদেরকে হয়তো বের করা যাবে না।’ কারখানাটিতে জরুরি বহির্গমন পথ নেই বলেও জানান তিনি।

শাহজেহান বলেন, ‘ছাদে যাওয়ার সিড়িপথ তালাবদ্ধ ছিল। খোলা থাকলে শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা ছিল কিংবা তারা দৌঁড়ে ছাদে উঠে যেতে পারতেন।’

এর আগে ২০১২ সালে করাচির বালদিয়া শহরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৫০ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। দেশটিতে দুর্বল শ্রম আইন ও ভবন কোড না মানায় প্রায় নানা দুর্ঘটনা ঘটে থাকে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়