ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার নির্দেশ তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ২৮ আগস্ট ২০২১  
নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার নির্দেশ তালেবানের

সরকারি নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে তালেবান। শুক্রবার তালেবানের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘ইসলামি আমিরাতের জনস্বাস্থ্য মন্ত্রণালয় কেন্দ্রে ও প্রদেশগুলোর সব নারী কর্মীকে নিয়মিত ভিত্তিতে কাজে ফেরার পরামর্শ দিচ্ছে। তারা ইসলামি আমিরাতের কাছ থেকে তাদের দায়িত্ব পালনে কোন বাধার সম্মুখীন হবে না।’

গত ১৫ আগস্ট কাবুল দখলের পর থেকে তালেবান জরুরি সেবাগুলো চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভয়ে ও আতঙ্কে পশ্চিমা সমর্থিত সাবেক সরকারের অনেক কর্মী হয় দেশ ছেড়ে পালিয়েছে নতুবা বাড়িতে লুকিয়ে আছেন।

গত সপ্তাহে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছিল, নারীদের কর্মস্থলে যেতে বাধা দেওয়া হবে না। তবে বর্তমান পরিস্থিতিতে তারা যেন কোনো হয়রানির শিকার না হন সেজন্য সাময়িকভাবে তাদের কর্মস্থলে যেতে নিষেধ করা হচ্ছে। নারীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলেই তাদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়