ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইডা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২৯ আগস্ট ২০২১  
ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইডা

মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইডার তাণ্ডব থেকে বাঁচতে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। সর্বোচ্চ চার মাত্রার ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২২৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেলে এটি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০৫ সালে নিউ অরলিয়েন্সে ঘূর্ণিঝড় ক্যাটরিনা যে তাণ্ডব চালিয়েছিল তারচেয়ে ভয়াবহ হতে পারে ইডা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে, ‘আজ (রোববার) সকালে শুরু হওয়া সম্ভাব্য বিপর্যয়কর বাতাসের ক্ষয়ক্ষতি ও প্রবল বৃষ্টিপাত উত্তর উপসাগরীয় উপকূলের কিছু অংশকে প্রভাবিত করবে।’ 

গভর্নর জন বেল এডওয়ার্ডস সতর্ক করে দিয়ে জানিয়েছেন, গত ১৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় হতে পারে এটি।

প্রতিবেশী মিসিসিপি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অনেক অনেক বিপজ্জনক ঝড় হতে পারে ইডা। সাহায্য করতে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় সরকার।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়