ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শান্তিনিকেতনে অশান্তির সুর 

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ৩০ আগস্ট ২০২১  
শান্তিনিকেতনে অশান্তির সুর 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ অব‌্যাহত রয়েছে। 

সোমবার (৩০ আগস্ট) ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগ চেয়ে তার বাড়ির সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অধ্যাপকদেরও একাংশ। 

সকালে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির গেটে ব্যানার লাগাতে যান শিক্ষার্থীরা। তাতে নিরাপত্তারক্ষীরা বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি, হাতাহাতি। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ধাক্কাধাক্কি করেছে নিরাপত্তারক্ষীরা।

এর আগে গতকাল রোববার কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। 

বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন, সোমনাথ, ফাল্গুনী ও রুপা। তাদেরকে আগে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়। পরে তা ৯ মাস পর্যন্ত বাড়ানো হয়। এবার তাদেরকে ৩ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এমনকি তারা বিশ্ববিদ্যালয় চত্বরেও ঢুকতে পারবে না। সেই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়