ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সতর্কবার্তা সত্ত্বেও কাবুল বিমানবন্দরের গেট দীর্ঘসময় খোলা রেখেছিল মার্কিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৩১ আগস্ট ২০২১   আপডেট: ১৯:৫৯, ৩১ আগস্ট ২০২১
সতর্কবার্তা সত্ত্বেও কাবুল বিমানবন্দরের গেট দীর্ঘসময় খোলা রেখেছিল মার্কিন বাহিনী

ইসলামিক স্টেট খোরাসান প্রোভিন্স (আইএসকেপি) হামলা করতে পারে এমন সতর্কবার্তার পরও কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটটি দীর্ঘসময় খোলা রেখেছিল মার্কিন সেনারা। ব্রিটিশদের অনুরোধেই গেটটি খোলা রাখা হয়েছিল। ফাঁস হওয়া একটি নথির বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, হামলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান বিবেচিত হওয়ায় বৃহস্পতিবার অ্যাবিগেট বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছিল। 

মার্কিন সামরিক দপ্তর পেন্টাগনের চতুর্থ তলায় বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী এললয়েড অস্টিন বিশ্বের বিভিন্ন স্থানে থাকা শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।  ওই বৈঠকে তাকে জানানো হয়, কাবুল বিমানবন্দরে ব্যাপক হতাহতের ঘটনা ঘটতে পারে। কমান্ডাররা জানান, অ্যাবি গেট অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তবে প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, ‘আমি মনে করি না, মানুষজন অবিশ্বাস্যরকম ঝুঁকিতে আছে।’

ব্রিটিশদের জন্য গেটটি খোলা রাখার পক্ষে অবস্থান নিয়েছিলেন আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল পিটার ভ্যাসলি। কারণ ব্যারন হোটেলে থাকা আফগান ও ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম দ্রুততর করাতে ব্রিটিশ বাহিনীর জন্য গেটটি খোলা রাখা প্রয়োজন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটের কাছে স্থানীয় সময় সন্ধ্যায় আত্মঘাতী বোমা হামলা চালায় আইএসকেপি। ওই হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৮০ জন নিহত হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ