ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তালেবানের সঙ্গে আলোচনায় বসলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ৩১ আগস্ট ২০২১   আপডেট: ২২:৫৮, ৩১ আগস্ট ২০২১
তালেবানের সঙ্গে আলোচনায় বসলো ভারত

২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতায় ফেরা তালেবানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছে ভারত। কাতারের দোহায় এ বৈঠক হয়েছে বলে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, তালেবানের অনুরোধে দোহাতে ভারতীয় দূতাবাসে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়। ভারতের পক্ষে রাষ্ট্রদূত দিপক মিত্তাল এবং তালেবানের পক্ষে দোহায় গোষ্ঠীটির রাজনৈতিক দপ্তরের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই উপস্থিত ছিলেন।

বৈঠকে সুরক্ষা, নিরাপত্তা ও আফগানিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর ব্যাপারে আলোচনা হয়েছে। পাশাপাশি আফগান নাগরিক বিশেষত, যেসব সংখ্যালঘু ভারতে আসতে চান সেই প্রসঙ্গেও আলোচনা হয়েছে।

ভারতীয় রাষ্ট্রদূত তালেবানের কাছে অনুরোধ জানিয়েছেন, আফগানিস্তানের মাটিকে যেন ভারতবিরোধী কার্যকলাপের স্থান হিসাবে ব্যবহার করা না হয়।

শের মোহাম্মদ আব্বাস ভারতীয় রাষ্ট্রদূতকে নিশ্চিত করেছেন, এই ইস্যুগুলোকে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়