ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তালেবানের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:০৪, ২ সেপ্টেম্বর ২০২১
তালেবানের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ব্রিটেন

তালেবানের সঙ্গে সম্পর্ক রাখা প্রয়োজন বলে মনে করে ব্রিটেন। তবে তালেবান সরকারকে দ্রুত স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা ব্রিটিশ সরকারের নেই। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এ তথ্য জানিয়েছেন।

দোহায় সফররত রাব জানিয়েছেন, কাতারি কর্তৃপক্ষ তাকে নিশ্চিত করেছেন যে, ভবিষ্যতে আফগানিস্তানে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা হবে এবং আরও অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠায় তালেবান যে প্রতিশ্রুতি দিয়েছে তার জন্য তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি বলেছেন, ‘আফগানিস্তানকে দেওয়া আমাদের প্রতিশ্রুতি বহাল থাকবে। নতুন বাস্তবতার সঙ্গে সমন্বয় করতে আমাদের সময় প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে কাতারি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কাবুল বিমানবন্দর পুনরায় চালুর জন্য তালেবান ও তুরস্কের সঙ্গে আলোচনা করছে কাতার।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। ৩১ আগস্ট বিদেশি বাহিনী কাবুল ছেড়ে যায়। এরপর থেকে বন্ধ আছে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়