ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পঞ্জশিরের দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ৪ সেপ্টেম্বর ২০২১  
পঞ্জশিরের দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি

রাজধানী কাবুলের উত্তরে পঞ্জশির উপত্যকা দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে তালেবান ও প্রতিরোধ বাহিনী। তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা পঞ্জশিরের দখল নিয়েছে। তবে প্রতিরোধ বাহিনীর পাল্টা দাবি, এখনও তাদের দখলেই রয়েছে উপত্যকা।

তালেবানের এক কমান্ডার রয়টার্সকে বলেছেন, ‘মহান আল্লাহর দয়ায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ আমাদের হাতে। সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পঞ্জশির এখন আমাদের দখলে।’

নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। যদি তালেবানের এই দাবি সত্য হয়ে থাকে, তাহলে আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত গোষ্ঠীটি যখন ক্ষমতায় ছিল তখনও সারাদেশের নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবান।

সাবেক ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আমরুল্লাহ সালেহ দাবি করেছেন, তারা এখনও পরাজিত হননি।

তিনি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই যে, আমরা জটিল পরিস্থিতিতে রয়েছি। আমরা তালেবানের আগ্রাসনের মুখে রয়েছি। আমরা দখলে আছি, আমরা প্রতিরোধ করছি।’

প্রতিরোধ বাহিনীর নেতা আহমাদ মাসুদও একই রকম দাবি করেছেন।

তিনি বলেছেন, ‘পাকিস্তানের সংবাদমাধ্যমে পঞ্জশিরের পরাজয়ের খবর বের হচ্ছে। এটা মিথ্যা।’

রয়টার্স জানিয়েছে, পঞ্জশিরে তীব্র লড়াই ও ব্যাপক হতাহতের খবর পাওয়া যাচ্ছে। পাহাড়ের প্রাচীর ঘেরা উপত্যকাটির প্রবেশমুখ সরু হওয়ায় এখানে সাবেক সোভিয়েত ইউনিয়েনের বাহিনীও এর দখল নিতে পারেনি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়