ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রের তৈরি সমরাস্ত্র তালেবানকে ফেরত দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৯:১২, ৪ সেপ্টেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রের তৈরি সমরাস্ত্র তালেবানকে ফেরত দিলো ইরান

যুক্তরাষ্ট্রের তৈরি সামরিক যানসহ বিপুল পরিমাণ সমরাস্ত্র তালেবানের কাছে ফেরত দিয়েছে ইরান। তালেবান রাজধানী কাবুল দখল শুরু করলে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা এসব যান ও অস্ত্র নিয়ে ইরানে চলে গিয়েছিল।

আমওয়াজ মিডিয়া নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সাবেক আফগান সেনাবাহিনীর সদস্যরা যেসব অস্ত্র ও যান ব্যবহার করতো তার প্রায় সবকিছু তালেবানের কাছে ফেরত পাঠিয়েছে তেহরান। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বলেছেন, প্রায় সবকিছু একসঙ্গে ফেরত পাঠানো হয়েছে। তবে কিছু সংখ্যক যান রেখে দেওয়া হয়েছে। এগুলো ফেরত পাঠাতে হলে নতুন সরকারের সঙ্গে চুক্তি প্রয়োজন। কবে এসব সরঞ্জাম পাঠানো হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

প্রসঙ্গত, ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আফগানিস্তানের সামরিক বাহিনীকে ২০ হাজার ৮০০ কোটি ডলারের সমরাস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়