ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ইডার প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ৪ সেপ্টেম্বর ২০২১  
যুক্তরাষ্ট্রে ইডার প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হানা হারিকেন ইডার প্রভাবে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ এ পৌঁছেছে। এদের অধিকাংশই গাড়ির ভেতরে কিংবা ভূগর্ভস্থ কক্ষে ছিলেন। দ্রুত বন্যার পানি ঢুকে পড়ায় সেখানেই তাদের মৃত্যু হয়। শনিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিউ জার্সি কর্তৃপক্ষ মৃতের সংখ্যা অন্তত ২৩ বলে জানিয়েছে। নিউ ইয়র্ক সিটিতে মারা গেছে ১৩ জন। অন্যান্যরা মেরিল্যান্ড, পেনসিলভানিয়া ও ভার্জিনিয়ার বাসিন্দা ছিলেন।

নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি জানিয়েছেন, মারা যাওয়ার অধিকাংশই গাড়ির ভেতরে ছিলেন। বন্যার পানির তোড়ে তাদের গাড়ি ভেসে গিয়েছিল। 

রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, এখনও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিউ ইয়র্কের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যে ১৩ জন মারা গেছে। এদের মধ্যে তিন জন ওয়েস্টচেস্টার কাউন্টিতে হঠাৎ করে বন্যায় গাড়ি থেকে নামার পর মারা যান। এছাড়া কুইন্স এলাকায় অন্তত আট জন বাড়ির ভূগর্ভস্থ কক্ষে বন্যার পানি প্রবেশের পর ডুবে মারা যান।

গত বৃহস্পতিবার চার মাত্রার হারিকেন ইডা যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে আঘাত হানে।  হারিকেনের প্রভাবে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ৭ দশমিক ১৩ ইঞ্চি বৃষ্টিপাত হয়। এছাড়া নিউ জার্সির নিউয়ার্কে ওই দিন ৮ দশমিক ৪১ ইঞ্চি বৃষ্টিপাত হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়