ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনা হাসপাতালে আগুনে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৯:২১, ৯ সেপ্টেম্বর ২০২১
করোনা হাসপাতালে আগুনে ১০ জনের মৃত্যু

উত্তর মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে আগুন লেগে ১০ জন মারা গেছেন। 

স্থানীয় সময় বুধবার তেটোভো শহরে করোনা রোগীদের জন্য তৈরি একটি অস্থায়ী হাসপাতালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে টুইট বার্তায় বলেন, ‘এটা দুঃখজনক একটা দিন। নিহতের সংখ‌্যা আরও বাড়তে পারে। আগুন লাগার পর রোগীদের অন‌্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

করোনা রোগীদের চিকিৎসার জন‌্য গত বছর হাসপাতালটি নির্মাণ করা হয়। আগুন লাগার সময় হাসপাতালে কতজন রোগী ভর্তি ছিলেন তার সঠিক সংখ‌্যা জানা যায়নি। 

বিবিসি’র খবরে বলা হয়েছে, করোনা মহামারির পর থেকে দেশটিতে ১ লাখ ৮০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ১৫৩ জন।

ঢাকা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়