ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মন্ত্রিসভায় না রাখার দাবিতে আফগান নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:১১, ৯ সেপ্টেম্বর ২০২১
মন্ত্রিসভায় না রাখার দাবিতে আফগান নারীদের বিক্ষোভ

আফগানিস্তানে তালেবানের নতুন যে সরকার এসেছে, সেই মন্ত্রিসভায় কোনো নারী না থাকায় বিক্ষোভ করেছেন আফগান নারীরা।  দেশটির রাজধানী কাবুল ও বাদাখশান প্রদেশে এই বিক্ষোভ হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, বিক্ষোভকারীদের দাবি, নতুন সরকারের মন্ত্রিসভায় কোনো নারী প্রতিনিধি না থাকায় তারা এই সরকার মেনে নেবেন না। 

এদিকে, গতকাল বুধবার (স্থানীয় সময়) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পেটানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এতিলাতরোজরের খবরে বলা হয়েছে, এই বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় বেশ কয়েকজন সাংবাদিককে পেটানো হয়েছে এবং তাদের আটক করা হয়েছে।  তবে সাংবাদিক পেটানোর ঘটনায় কোনো মন্তব্য করেনি তালেবান। 

মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তলেবান। তালেবানের প্রতিষ্ঠাতাদের একজন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করা হয়েছে। সরকারের উপপ্রধানমন্ত্রী করা হয়েছে তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারকে। 

সারা/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ