ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৭ মাস পর জিনপিংয়ের সঙ্গে বাইডেনের টেলিফোন আলাপ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:২২, ১০ সেপ্টেম্বর ২০২১
৭ মাস পর জিনপিংয়ের সঙ্গে বাইডেনের টেলিফোন আলাপ

সাত মাস পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার সকালে শি জিনপিংয়ের সঙ্গে প্রায় ৯০ মিনিট ফোনে কথা বলেন জো বাইডেন।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার পথ বের করার বিষয়ে আলোকপাত করেছেন দুই নেতা। প্রেসিডেন্ট বাইডেনই চীনা প্রেসিডেন্টকে ফোন করার উদ্যোগ নিয়েছিলেন।

এতে বলা হয়েছে, ‘যেসব বিষয়ে আমাদের স্বার্থ রয়েছে এবং যেখানে আমাদের স্বার্থ, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির ভিন্নতা রয়েছে সেসব বিষয়ে’ দুই নেতা আলোচনা করেছেন।

এমন সময় দুই নেতা টেলিফোনে আলাপ করলেন যখন করোনাভাইরাস মহামারি, মানবাধিকার ও বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক তপ্ত হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেন ও শি জিনপিং সরাসরি কথা বলায় দুই দেশে সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

চীনা সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, জিনপিং ও বাইডেনের মধ্যকার আলোচনা ‘সুস্পষ্ট’ ও ‘তাৎপর্যপূর্ণ’ ছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়