ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অক্টোবরে বিশ্বব্যাপী অনুমোদন পেতে পারে শিশুদের করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ১১ সেপ্টেম্বর ২০২১  
অক্টোবরে বিশ্বব্যাপী অনুমোদন পেতে পারে শিশুদের করোনার টিকা

বিশ্বব্যাপী শিশুদের জন্য করোনার টিকার উন্নয়ন করেছে ফাইজার-বায়োএনটেক। আগামী অক্টোবরেই এই টিকার অনুমোদন পেতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছে সংস্থাটি।

এর আগে শুক্রবার জার্মানির সংবাদমাধ্যম ডের স্পাইজেল জানিয়েছিল, জার্মানিতে কয়েক সপ্তাহের মধ্যেই পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন পেতে যাচ্ছে।

বায়োএনটেকের অন্যতম প্রতিষ্ঠাতা ওজলেম তুরেসি বলেছেন, ‘আগামী সপ্তাহগুলোতে পাঁচ থেকে ১১ বয়সী শিশুদের টিকার জন্য বিশ্বের বিভিন্ন কর্তৃপক্ষের অনুমোদন পেতে আমরা আমাদের প্রতিবেদনগুলো উপস্থাপন করব। আমরা ইতোমধ্যে উৎপাদনের প্রস্তুতি নিচ্ছি।’

তুরেসি জানিয়েছেন, বড়দের যেমন টিকা দেওয়া হয়, শিশুদেরটাই তেমনই হবে। তবে ডোজ তুলনামুলকভাবে ছোট হবে। ট্রায়াল থেকে যে ফলাফল এসেছে তা বেশ ভালো এবং এখন শুধু কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার অপেক্ষা। 

তুরসির স্বামী বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা উগুর সাহিন জানিয়েছেন, তার প্রতিষ্ঠান ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকা উন্নয়নে কাজ করছে। চলতি বছরের শেষ নাগাদ এ সংক্রান্ত গবেষণার তথ্য হাতে চলে আসবে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়