ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুক্তরাজ্যে ছয় মাসে করোনায় অর্ধলক্ষাধিক মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০২:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২১
যুক্তরাজ্যে ছয় মাসে করোনায় অর্ধলক্ষাধিক মানুষের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে ৫০ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিক এক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সেখানে এমনটাই উল্লেখ করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) এই পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালের ২ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৫১ হাজার ২৮১ জনের মৃত্যু হয়েছে। পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়েছে যে, এই ৫১ হাজার ২৮১ জনের মধ্যে করোনার টিকা না নেওয়া ছিলেন ৩৮ হাজার ৯৬৪ জন।

আর বাকি ১১ হাজার ৬৭৭ জন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। আর দুই ডোজ টিকা নিয়েও মারা গেছেন ৬৪০ জন। শতাংশের হিসাবে যা মোট মৃত্যুর ১.২ শতাংশ।

দুই ডোজ টিকা নিয়েও যারা মারা গেছেন তাদের গড় বয়স ছিল ৮৪ বছর।

অবাক করা বিষয় হচ্ছে একই সময়ে যুক্তরাজ্যে ২ লাখ ১৪ হাজার ৭০১ জনের মৃত্যু হয়েছে। তবে তারা কেউ-ই করোনা আক্রান্ত হয়ে মারা যাননি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়