ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বন্দুক নয়, টাকা নিয়ে আসুন’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১৫ সেপ্টেম্বর ২০২১  
‘বন্দুক নয়, টাকা নিয়ে আসুন’

যুক্তরাজ্য ও ন্যাটো সামরিক জোটের বাকী সদস্যদের কাছে নতুন বার্তা দিয়েছেন আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবানের নতুন গভর্নর তালিব মাওলাউই। তিনি বলেছেন, ‘আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দিন এবং ফিরে আসুন। তবে বন্দুক নিয়ে নয়, টাকা নিয়ে আসুন।’

ন্যাটো জোটের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানের কমান্ডার ছিলেন তালিব। সেই সুবাদে বিদেশি বাহিনী সম্পর্কে তার জানাশোনাটা বহু দিনের। এই কমান্ডারের দাবি, যুদ্ধ এখন শেষ হয়ে গেছে। এখন দেশ গঠনের পালা।

তালিব বলেন, ‘যুদ্ধে আমরা একে অপরের মুখোমুখি হয়েছি, স্বাভাবিক সময়ে আমরা একে অপরকে জানতে পারেননি। এখন আপনারা আমাদের হৃদয় জয় করতে পারবেন এবং এই সরকারকে স্বীকৃতি দিলে আপনারা আমাদের খুশি করতে পারবেন।’

আফগানিস্তানের অন্যান্য প্রদেশের মতো হেলমান্দেও অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। তালেবান সরকার ইতোমধ্যে বিদেশিদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। আফগানিস্তানের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। বিগত সরকারের শেষ মাস এবং বর্তমান সরকারের প্রথম মাসে বেতন মেলেনি তাদের। বিদেশি অনেক এনজিও দেশ থেকে চলে গেছে কিংবা তাদের প্রকল্প বন্ধ হয়ে গেছে। এছাড়া রেস্তোরাঁগুলো এখন অর্ধেকই খালি এবং দোকানপাটে বেচাকেনাও অনেক কম। সব মিলিয়ে অর্থনৈতিক বিপর্যয় সামাল দিতে হচ্ছে জনগণকে।

তালিব বলেছেন, ‘দেশে আগ্রাসন চালানো সব বিদেশিরা আমাদের নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করেছে এবং সব কিছু ধ্বংস করেছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আমাদের মানবিক সহায়তা দেওয়া এবং শিক্ষা, ব্যবসা ও বাণিজ্য উন্নয়নে মনোনিবেশ করা।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়