ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিজয়ের পথে পুতিনের দল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ২০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৫:৫০, ২০ সেপ্টেম্বর ২০২১
বিজয়ের পথে পুতিনের দল

রাশিয়ায় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া দেশটির পার্লামেন্ট নির্বাচনে আরেক দফা বড় বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে।   সোমবার (২০ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই দলটি জয় পেয়েছে বলে দাবি করে। ভোটের পূর্ণাঙ্গ ফল এখনো পাওয়া যায়নি।

প্রাথমিক ফলাফল দেখা যায়, এ পর্যন্ত যে ৬৪ শতাংশ ভোট গণনা করা হয়েছে তাতে পুতিনের ইউনাইটেড রাশিয়া প্রায় ৪৮ শতাংশ ভোট পেয়েছে।  তারপরই রয়েছে কমিউনিস্ট পার্টি যারা প্রায় ২১ শতাংশ ভোট পেয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে, ইউনাইটেড রাশিয়া পার্টির একজন শীর্ষ কর্মকর্তা আন্দ্রেই তুর্চাক মস্কোতে সমবেত সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন।  তিনি সেখানে বলেছেন স্টেট দুমার সাড়ে চারশ আসনের মধ্যে তিনশটিতে জিতছেন তারা।

আংশিক ফলে দেখা যায়, পার্লামেন্টে পুতিনের দল সহজেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলেও এটি কিছুটা দখল হারিয়েছে।  ২০১৬ সালের নির্বাচনে দলটি ৫৪ শতাংশ ভোট পেয়েছিল।

পার্লামেন্টে কমিউনিস্টরা যারা পুতিনের উদ্যোগকে ব্যাপকভাবে সমর্থন করে, তাদের সমর্থন ৮ শতাংশ বেড়েছে।  কিন্তু বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস-এর তথ্য অনুযায়ী, দলটির নেতা গেনাডি জিউগানভ ব্যালট বাক্স ভর্তিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন।

গত শুক্রবার রাশিয়ায় সংসদ নির্বাচনে টানা তিন দিনের ভোট গ্রহণ শুরু হয়।  স্থানীয় সময় গতকাল রোববার ভোট গ্রহণ শেষ হয়।

ঢাকা/সুমি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়