ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাতিসংঘে করোনা বিধিনিষেধের সমালোচনায় ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২১  
জাতিসংঘে করোনা বিধিনিষেধের সমালোচনায় ব্রাজিলের প্রেসিডেন্ট

টিকা না নেওয়া প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। মঙ্গলবার তিনি তার ভাষণে করোনার বিধিনিষেধের তীব্র সমালোচনা করেছেন।

গত সপ্তাহে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ অধিবেশনে যোগ দিতে যাওয়া সব রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকদের করোনার টিকা নেওয়ার প্রমাণ দাখিলের অনুরোধ জানিয়েছিল। জাতিসংঘও ‘সম্মানজনক ব্যবস্থা’ হিসেবে সদস্য দেশগুলোর অতিথিদের টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছিল। তবে বোলসোনারো সেসব অনুরোধ পুরোপুরিই উপেক্ষা করেছেন।

করোনার বিধিনিষেধের সমালোচনা করে বোলসোনারো তার ভাষণে বলেছেন, এসব বিধিনিষেধ অর্থনীতির গতিকে থামিয়ে দিয়েছে। 

অবশ্য তার সরকার টিকাদান কর্মসূচিকে সমর্থণ করে বলে জানিয়ে তিনি বলেছেন, ‘যাহোক, আমার প্রশাসন টিকা বা স্বাস্থ্য পাসপোর্ট কিংবা টিকা সংশ্লিষ্ট যে কোনো ধরনের বাধ্যবাধকতাকে সমর্থন করেনি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়