ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিঙ্গাপুরে ৭০ বছরের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২১  
সিঙ্গাপুরে ৭০ বছরের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম

চলতি বছর সিঙ্গাপুরের জনসংখ্যা বৃদ্ধির হার গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে কম। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই নিয়ে টানা দুই বছর সিঙ্গাপুরের জনসংখ্যা বৃদ্ধির হার কমার তথ্য রেকর্ড করা হলো। আর ১৯৫০ সালের পর এই নিয়ে তৃতীয়বার এই ঘটনা ঘটলো। 

সিঙ্গাপুরের বার্ষিক জনসংখ্যা প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর সিঙ্গাপুরের জনসংখ্যা ছিল ৫৬ লাখ ৯০ হাজার। চলতি বছর জনসংখ্যা ৪ দশমিক ১ শতাংশ কমে ৫৪ লাখ ৫০ হাজারে পৌঁছেছে। 

করোনাভাইরাসের সংক্রমণ ও কঠোর বিধিনিষেধের কারণে বিপুল সংখ্যক বিদেশি কর্মী ও শিক্ষার্থী চলতি বছর সিঙ্গাপুর ছেড়ে  চলে গেছে। এতে দেশটির অনাবাসিক বাসিন্দার হার ১০ দশমিক ৭ শতাংশ কমেছে।

অন্যান্য উন্নত দেশের মতো সিঙ্গাপুরে জন্মহার কমছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। জনসংখ্যা বাড়াতে করোনাকালে শিশু জন্মদানে উৎসাহিত করতে নাগরিকদের বিভিন্ন আর্থিক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়