ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তালেবানকে রাশিয়ার আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৮:৫৭, ৭ অক্টোবর ২০২১
তালেবানকে রাশিয়ার আমন্ত্রণ

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তালেবানকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। আগামী ২০ অক্টোবর এই সম্মেলন হতে পারে বলে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের বিশেষ দূত জানিয়েছেন।

বিশেষ দূত জামির কাবুলভ অবশ্য এর বিস্তারিত কোনো তথ্য জানাননি।

গত মার্চে আফগানিস্তান ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল মস্কো। ওই সময় সহিংসতা কমাতে এবং তালেবানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছাতে আফগান সরকারকে চাপ দিয়েছিল সম্মেলনে যোগদানকারী রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তান।

গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করে। গত মাসে তারা সরকার গঠন করেছে। তালেবানের উত্থানে সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোতে ইসলামি শক্তিগুলো উত্থান ঘটে কিনা তা নিয়ে উদ্বিগ্ন। সম্প্রতি আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্র তাজিকিস্তানের সঙ্গে যৌথভাবে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। তালেবানের প্রতি এটি মস্কোর সতর্কবার্তা বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়