ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, হতাহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ৮ অক্টোবর ২০২১   আপডেট: ২০:২৬, ৮ অক্টোবর ২০২১
আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, হতাহত শতাধিক

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  শুক্রবার এ ঘটনায় শতাধিক হতাহত হয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘ মিশন এক টুইটে বলেছে, ‘প্রাথমিক তথ্যে ইঙ্গিত মিলেছে মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা হামলায় শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছে।’

সরকারি বার্তা সংস্থা বাখতার জানিয়েছে, হামলায় নিহত হয়েছে ৪৬ জন এবং আহত হয়েছে ১৪০ জনেরও বেশি। 

এর আগে এক টুইটে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছিলেন, ‘বিকেলে আমাদের স্বদেশী শিয়াদের একটি  মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে..এতে আমাদের বিপুল সংখ্যক স্বদেশী শহিদ ও আহত হয়েছেন।’

এই হামলার পেছনে কে বা কারা জড়িত তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

সম্প্রতি রাজধানী কাবুলের একটি মসজিদসহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এগুলোর বেশ কয়েকটি দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট। 

মসজিদসহ বিভিন্ন স্থানে পরিচালিত এসব হামলা তালেবানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। গত ১৫ আগস্ট কাবুল দখল করা তালেবান সম্প্রতি ইসলামিক স্টেটের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়