ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কাবুলে হামলার আশঙ্কা, নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১১ অক্টোবর ২০২১   আপডেট: ১২:৫৬, ১১ অক্টোবর ২০২১
কাবুলে হামলার আশঙ্কা, নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

আফগানিস্তানে থাকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সে দেশে অবস্থানরত নাগরিকদের রাজধানী কাবুলের বিভিন্ন হোটেলে যেতে নিষেধ করেছে দেশ দুটি। 

সোমবার (১১অক্টোবর) এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের থেকে বলা হয়েছে, সেরেনা হোটেলের কাছে বা সেরেনা হোটেলে যেসব আমেরিকার নাগরিক রয়েছেন, তাদের নিরাপত্তার জন্য দ্রুত অন্য কোথাও সরে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ব্রিটিশ নাগরকিদের আফগানিস্তানে আসতে নিষেধ করা হয়েছে।

আমেরিকা এবং যুক্তরাজ্য সেনা সরিয়ে নেওয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরণের সাক্ষী থেকেছে আফগানিস্তান। গত শুক্রবার কুন্দুজ প্রদেশে একটি মসজিদে ফের বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতেও শতাধিক আফগানবাসী প্রাণ হারান। এই হামলারও দায় স্বীকার করে ইসলামিক স্টেট।

তালিবান দখল নেওয়ার পর থেকেই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে উপচে পড়েছিল দেশ ছাড়তে চাওয়া মানুষের ভিড়। সে সময়ই বিমানবন্দর চত্বরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ইসলামিক স্টেট-খোরাসান (আইএসকে)। ১৩ জন আমেরিকার সেনাসহ প্রায় ১৭০ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়।

সূত্র: আনন্দবাজার

সারা/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়