ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মস্কোতে আলোচনায় বসা নিশ্চিত করেছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:৪৬, ১৫ অক্টোবর ২০২১
মস্কোতে আলোচনায় বসা নিশ্চিত করেছে তালেবান

আগামী সপ্তাহে রাশিয়ায় আলোচনার টেবিলে বসার কথা নিশ্চিত করেছে তালেবান। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।

জাামির কাবুলভ জানিয়েছেন, আগামী বুধবার বৈঠকের সময় নির্ধারিত হয়েছে। তবে তালেবান প্রতিনিধিদের নাম এখনও ঘোষণা করা হয়নি।

গত মার্চে আফগানিস্তান ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক আয়োজন করেছিল মস্কো। যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তান ওই বৈঠকে অংশগ্রহণ করেছিল। বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে তালেবানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছাতে সাবেক আফগান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল। এর পরই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার শুরু করে এবং কাবুল দখল করে তালেবান।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়