ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেরালায় প্রবল বৃষ্টি, ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ১৬ অক্টোবর ২০২১  
কেরালায় প্রবল বৃষ্টি, ৫ জনের মৃত্যু

ভারতের কেরালা রাজ্যে প্রবল বৃষ্টিতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের কোত্তায়াম ও ইদুক্কি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে এনডিটিভি অনলাইন।

রাজ্যের আবহাওয়া দপ্তর পাঁচটি জেলায় লাল সতর্কতা এবং সাতটি জেলায় কমল সতর্কতা জারি করেছে। শনিবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়। তবে স্থানীয় সময় সন্ধ্যার পর থেকে বৃষ্টিরপাতের পরিমাণ বাড়তে শুরু করে। ইতোমধ্যে বেশ কয়েকটি এলাকার সড়কে পানিতে ডুবে গেছে এবং অনেক যানবাহন পানির মধ্যে আটকা পড়ে থাকতে দেখা গেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জরুরি বৈঠক ডেকেছেন। পাহাড়ি এলাকায় রাতে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই এলাকাগুলোতে পানির প্রবল স্রোত নেমে আসতে পারে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়