ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হাইতিতে শিশুসহ ১৭ মার্কিন মিশনারিকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৭ অক্টোবর ২০২১  
হাইতিতে শিশুসহ ১৭ মার্কিন মিশনারিকে অপহরণ

হাইতির রাজধানী থেকে শিশুসহ ১৭ জন মার্কিন নাগরিককে অপহরণ করা হয়েছে। 

রোববার (১৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অপহরণকৃত সবাই যুক্তরাষ্ট্রের খ্রিস্টান মিশনারি ও তাদের পরিবারের সদস্য।

ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। তবে স্থানীয় কর্মকর্তারা জানান, তারা একটি এতিমখানা ছেড়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। পথে দলের কয়েকজন সদস্যকে তারা বিমানবন্দরে নামিয়ে দেওয়ার জন্য গেলে অপহরণকারীরা বাসে হানা দেয়। ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনিফার ভিও এক ইমেইলে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।’

এএফপি নিউজ এজেন্সি জানায়, সশস্ত্র একটি গ্যাংয়ের সদস্যরা ওই মিশনারি এবং তাদের পরিবারের সদস্যদের অপহরণ করেছে। এই সশস্ত্র গোষ্ঠীটি গত কয়েক মাস ধরে রাজধানী পোর্ট-অ-প্রিন্স এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের সীমান্তবর্তী এলাকায় চুরি ও অপহরণের সঙ্গে জড়িত।

হাইতি পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, রাজনৈতিকভাবে কয়েক বছর ধরে বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে হাইতি।  সেখানে অপহরণের ঘটনা এখন প্রায় সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। তারা ওই ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন।

সারা/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়