ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাপানে আগ্নেয়গিরি থেকে ছাই উদগিরণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২০ অক্টোবর ২০২১  
জাপানে আগ্নেয়গিরি থেকে ছাই উদগিরণ শুরু

জাপানে একটি আগ্নেয়গিরি থেকে ছাই উদগিরণ শুরু হয়েছে। বুধবার মাউন্ট আসো থেকে উৎক্ষিপ্ত ছাই কয়েক মাইল উপরে ওঠার পর ছড়িয়ে পড়তে শুরু করে। আগ্নেয়গিরিটি থেকে লাভা ও জ্বলন্ত পাথর উৎক্ষিপ্ত হতে পারে বলে স্থানীয়দের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণের পর্যটন দ্বীপ কিউশুতে অবস্থিত মাউন্ট আসো স্থানীয় সময় বেলা ১১টা ৪৩ মিনিট থেকে ছাই উদগিরণ শুরু করে। উৎক্ষিপ্ত ছাই ২ দশমিক ২ মাইল উঁচু পর্যন্ত উঠেছিল। জনগণকে আগ্নেয়গিরিটি থেকে দূরে থাকার জন্য ৩ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। আগ্নেয়গিরির চারপাশের এক কিলোমিটার এলাকায় লাভা ও বড় বড় পাথর গড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার ১৬ জন ওই এলাকার পাহাড়ে আরোহনের জন্য গিয়েছিল। তারা নিরাপদে ফিরে এসেছে।

এর আগে ২০১৯ সালে মাউন্ট আসো থেকে স্বল্পমাত্রায় উদগিরণ হয়েছিল। জাপানে ২০১৪ সালের সেপ্টেম্বরে মাউন্ট ওনটাকে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতে ৬৩ জনের মৃত্যু হয়েছিল।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়