ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা মহামারির ষষ্ঠ ঢেউয়ের মুখে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২০ অক্টোবর ২০২১  
করোনা মহামারির ষষ্ঠ ঢেউয়ের মুখে ইরান

করোনা মহামারির ষষ্ঠ ঢেউয়ের মুখে পড়তে যাচ্ছে ইরান। দেশটিতে বিস্তৃত পরিসরে টিকাদান প্রকল্প চললেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংক্রমণ বাড়তে শুরু করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনোল্লাহি জানিয়েছেন, এটা নিশ্চিত যে, আগামী মাসে আরেকটি ঢেউয়ের কবলে পড়তে যাচ্ছে ইরান।

তিনি বলেছেন, ‘তবে আমরা মহামারির ষষ্ঠ ঢেউ মোকাবিলায় পূর্ণ প্রস্তুত এবং আমরা যাতে লড়তে পারি সেজন্য ওষুধ ও অক্সিজেন সরঞ্জাম দিয়ে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।’

ইরানে করোনাভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত প্রায় এক লাখ ২৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৮ লাখ মানুষ। গত আগস্ট থেকে ইরানে করোনার সংক্রমণ কমতে শুরু করে। তবে গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে যাচ্ছে।

টিকা আমদানিতে ধীরগতির কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইরান সরকারকে। তবে গত দুই মাসে দেশটি কয়েক কোটি ডোজ টিকা আমদানি করেছে। ইতোমধ্যে দেশটির ৭৫ শতাংশ মানুষ অন্তত এক ডোজ টিকা পেয়েছেন।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়