ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কক্ষপথে উপগ্রহ বসাতে পারেনি দক্ষিণ কোরিয়ার প্রথম রকেট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২১ অক্টোবর ২০২১  
কক্ষপথে উপগ্রহ বসাতে পারেনি দক্ষিণ কোরিয়ার প্রথম রকেট

প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া নিজেদের বানানো রকেট পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করলেও এটি কক্ষপথে ডামি উপগ্রহ বসাতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নারো স্পেস সেন্টার থেকে নুরি নাম দেওয়া কেএসএলভি-টু  রকেটটি একটি ডামি উপগ্রহ নিয়ে যাত্রা শুরু করে। রকেটটির উন্নয়নে দক্ষিণ কোরিয়ার খরচ হয়েছে ১৬০ কোটি মার্কিন ডলার। এর ওজন ২০০ টন এবং এটি ৪৭ দশমিক ২ মিটার লম্বা। এর সঙ্গে যুক্ত করা হয়েছে ছয়টি তরল ফুয়েল ইঞ্জিন।

মুন জানিয়েছেন, রকেটটি উৎক্ষেপণের তিনটি ধাপই শেষ করেছে। তবে ডামি উপগ্রহ কক্ষপথে না বসাতে পারায় অভিযানটি অসম্পূর্ণ রয়ে গেছে।

বিবিসি জানিয়েছে, এ ধরনের রকেটের উৎক্ষেপণ মহাকাশ প্রকল্পের জন্য প্রয়োজনীয়। তবে এর সম্ভাব্য সামরিক প্রয়োগও রয়েছে।

প্রতিবেশী উত্তর কোরিয়ার সম্প্রতি একের পর এক নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। ২০১২ সালে উত্তর কোরিয়া কক্ষপথে তাদের উপগ্রহ পাঠিয়েছিল। অস্ত্র প্রতিযোগিতায় উত্তরের সঙ্গে পাল্লা দিতেই দক্ষিণ কোরিয়া এ রকেট উৎক্ষেপণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়