Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৪ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২০ ১৪২৮ ||  ২৭ রবিউস সানি ১৪৪৩

নেপালে বন্যা, মৃত্যু বেড়ে ১০৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২২ অক্টোবর ২০২১   আপডেট: ১৩:৩৮, ২২ অক্টোবর ২০২১
নেপালে বন্যা, মৃত্যু বেড়ে ১০৪

ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। নেপালের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে ।

খবরে বলা হয়, নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে সবশেষ প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, আরও ৪১ জন আহত হয়েছেন। এখনো নিখােঁজ ৪১ জন।

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টানা বৃষ্টির পর দেশের বিভিন্ন অংশে বন্যা, ভূমিধস ও প্লাবন দেখা দিয়েছে। সাম্প্রতিক এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০৪ জন প্রাণ হারিয়েছেন। ফসলের খেত তলিয়ে গেছে। নদীর পানি বেড়ে ঘরবাড়ি, সড়ক ও সেতু ভাসিয়ে নিয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে নেপালের ২০টি জেলা। 

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়