ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মুক্তির পর ফের কারাগারে মিয়ানমারের শতাধিক বিক্ষোভকারী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ২২ অক্টোবর ২০২১  
মুক্তির পর ফের কারাগারে মিয়ানমারের শতাধিক বিক্ষোভকারী

অভ্যুত্থানবিরোধী শতাধিক বিক্ষোভকারকে মুক্তির পর পুনরায় আটক করেছে মিয়ানমারের সামরিক জান্তা। স্থানীয় একটি নজরদারি সংস্থার বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) নামের একটি সংগঠন জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত এক হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আটক করা হয়েছে আট হাজারের বেশি বিক্ষোভকারীকে। 

গত সোমবার সেনাবাহিনী পাঁচ হাজারেরও বেশি বন্দিকে মুক্তির ঘোষণা দেয়। তবে ঠিক কতজনকে মুক্তি দেওয়া হয়েছে তা যাচাই করা যায়নি। মুক্তির পরপর অন্তত ১১০ জনকে পুনরায় আটক করা হয় বলে জানিয়েছে এএপিপি।

বৃহস্পতিবার সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘বাড়িতে পৌঁছার পরপরই কাউকে কাউকে আটক করা হয়। অন্যদের জানানো হয়, তারা মুক্তিপ্রাপ্তদের তালিকায় ছিল, তাদের জেলগেটে নিয়ে যাওয়া হয়। আরও অভিযোগ রয়েছে জানিয়ে তাদের কারাগারে ফেরত পাঠানো হয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়