ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিঙ্গাপুরে ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকা থেকে বাদ পড়লো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২৩ অক্টোবর ২০২১   আপডেট: ১৮:২৭, ২৩ অক্টোবর ২০২১
সিঙ্গাপুরে ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকা থেকে বাদ পড়লো বাংলাদেশ

করোনা সংক্রমণের আশঙ্কায় বাংলাদেশসহ ছয়টি দেশের ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সিঙ্গাপুর। যেসব পর্যটক বা ভ্রমণকারী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কায় ১৪ দিন কাটিয়েছেন তাদেরকে ২৭ অক্টোবর থেকে সিঙ্গাপুরে প্রবেশ বা ট্রানজিট নেওয়ার অনুমতি দেওয়া হবে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই দেশ থেকে আসা ভ্রমণকারী বা পর্যটকদের নির্ধারিত কেন্দ্রে ১০ দিন থাকার (স্টে হোম নোটিস) দাখিল করতে হবে।

বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে কর্তৃপক্ষ। 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়