ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দি 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ১১:৩৭, ২৫ অক্টোবর ২০২১
সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দি 

সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক

সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার (২৫ অক্টােবর) ভোরে সেনাবাহিনীর একটি ফোর্স রাজধানী খার্তুমে বাড়ি ঘিরে ফেলে।এর পরপরই সামরিক অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এ ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। জবাবে তাদেরকে ছত্রভঙ্গ করতে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, রাজধানী খার্তুমে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। দেশটিতে টেলিযোগাযোগ সীমিত করে দেওয়ায় হয়েছে।

সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ২০১৯ সালে সরিয়ে দেওয়ার পর সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলোর নড়বড়ে এক ক্ষমতা ভাগাভাগির চুক্তির মধ্য দিয়ে গত দুই বছর ধরে পরিচালিত হয়ে আসছিল পূর্ব আফ্রিকার দেশটি। গত সেপ্টেম্বরে ব্যর্থ এক অভ্যুত্থান চেষ্টা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশিরের অনুগত সেনারা। 

সূত্র: বিবিসি, আল-জাজিরা

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়