ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দোহায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবান নেতার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:৫৩, ২৫ অক্টোবর ২০২১
দোহায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবান নেতার বৈঠক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। কাতারের রাজধানী দোহায় এই বৈঠক হবে।

সোমবার (২৫ অক্টােবর) রয়টার্স জানায়, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ থেকে ২৬ অক্টোবর ওয়াং ই-এর কাতার সফরের কথা রয়েছে। এই সফরে আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হবেন।

উল্লেখ্য, তালেবানদের ক্ষমতা দখলের পর তালেবান প্রতিনিধিদের সঙ্গে চীন, রাশিয়া, পাকিস্তানসহ ১০ দেশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করেন তালেবান নেতারা।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়