ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুদানে বিক্ষোভে নামবে চিকিৎসক ও সরকারি কর্মচারীরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৭ অক্টোবর ২০২১  
সুদানে বিক্ষোভে নামবে চিকিৎসক ও সরকারি কর্মচারীরা

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নামতে যাচ্ছে সুদানের চিকিৎসক ও সরকারি তেল কোম্পানির কর্মীরা। বুধবার তারা এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

গত সোমবার সুদানে সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে অভ্যুত্থান ঘটানো হয়। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে অন্তত সাত জন নিহত হয়েছে।

রাজধানী খার্তুমের আশেপাশের এলাকাগুলোতে বিক্ষোভের জন্য যেসব কমিটি করা হয়েছে তার একটি জানিয়েছে, তারা শনিবার বিক্ষোভের পরিকল্পনা করছে। এতে ১০ লাখেরও বেশি মানুষ অংশ নিতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা গত দুদিনে সড়কের যেসব ব্যারিকেড তৈরি করেছিল সেগুলো অপসারণে কাজ করছে সেনা ও পুলিশ সদস্যরা। এর কয়েকশ মিটার দূরেই তরুণরা ফের ব্যারিকেড নির্মাণ করছে।

এই তরুণদের এক জন বলেন, ‘আমার বেসামরিক সরকারের শাসন চাই। আমরা ক্লান্ত হব না।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়