ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছেই, নিহত বেড়ে ১১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২৯ অক্টোবর ২০২১  
সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছেই, নিহত বেড়ে ১১

রাস্তায় বিক্ষোভকারীরা। ছবি: আল-জাজিরা

অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে পূর্ব আফ্রিকার দেশ সুদানে বিক্ষোভ চলছেই। এই বিক্ষোভে বাধা দেওয়ায় সামরিক বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৯ অক্টোবর) আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেশটির রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে আরও  একজন নিহত হয়েছেন। এ গত চারদিনে দেশটিতে বিক্ষোভকারীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষে ১১ জনের প্রাল গেলাে।

বিবিসির খবরে বলা হয়, গত সোমবার দেশটির সশস্ত্র বাহিনী রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। এর প্রতিবাদে রাস্তায় নামে বহু মানুষ। রাজধানী খার্তুমে সেনাসদস্যরা ঘরে ঘরে গিয়ে স্থানীয় বিক্ষোভের আয়োজকদের গ্রেপ্তার করে। 

এদিকে, বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সুদানের পরিস্থিতিতে গভীর উদ্বেগ ব্যক্ত করে বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেই পুনর্বহালের আহ্বান জানিয়েছে।

এ বিবৃতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অন্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রও সুদানের বিক্ষোভকারীদের পাশে আছে। সুদানের সামরিক কর্তৃপক্ষের প্রতি আমাদের সবার স্পষ্ট বার্তা হচ্ছে, সুদানের জনগণকে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দিতে হবে এবং বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পুনর্বহাল করতে হবে। 

সূত্র: আল-জাজিরা, বিবিসি

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়