ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলো গাদ্দাফির ছেলে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ১৪ নভেম্বর ২০২১  
লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলো গাদ্দাফির ছেলে

লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। রোববার তিনি নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, লিবিয়ার দক্ষিণের শহর সেবহার নির্বাচন অফিসে ৪৯ বছরের সাইফ প্রার্থী হিসেবে নথিপত্রে স্বাক্ষর করছেন। এসময় তিনি ঐতিহ্যবাহী রুমাল ও সানগ্লাস পরিহিত ছিলেন। এক দশক পর এই প্রথম তাকে জনসম্মুখে দেখা গেলো।

লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে পরিচিত ও বিতকির্ত প্রার্থী হচ্ছেন সাইফ। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতার, বর্তমান প্রধানমন্ত্রী আব্দুল্লা হামিদ আল দিবেইবাহ এবং পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহ।

২০১১ সালে বাবা মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতাচ্যুতির আগ পর্যন্ত লিবিয়ার নীতি নির্ধারণীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন সাইফ। ওই বছরের অক্টোবরে ন্যাটো জোটের সহায়তায় বিদ্রোহীরা গাদ্দাফিকে আটক ও হত্যা করে। এর পরের দিন আটক হন সাইফ। তবে বিদ্রোহীরা তাকে হত্যা করেনি। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়